নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের চেয়ারম্যান হলেন প্রফেসর ড. আতিকুর রহমান ভূঞা। গত ১৫ ই ফেব্রুয়ারি এক অফিস আদেশ বিবৃতিতে এ ঘোষণা করা হয়। তিনি গত ১৭ ই ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে অধিষ্ঠিত হোন। তিনি ২০১৬ সালের ৯ ই ফেব্রুয়ারি নোবিপ্রবির কৃষিবিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এরপর ১১ ই ফেব্রুয়ারি ২০১৬ সালে তিনি ১ম বারের মতো কৃষি বিভাগের চেয়ারম্যান হন। (মেয়াদকালঃ২০১৬-২০১৯ ইং)
প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান ভূঞা ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি ইন্সটিটিউট (বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক পর্ব শেষ করেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএস ( মাস্টার্স) এবং ২০১০ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেন৷ শিক্ষকতা পেশায় যোগদান করেই তিনি উপকূলীয় অঞ্চলের কৃষি, লবণাক্ততা সহিষ্ণু জাত উদ্ভাবনে ও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হওয়ার পর প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান ভূঞা বলেন, সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্তৃপক্ষের সহযোগিতায় কৃষি বিভাগের উন্নয়নে কাজ করবো৷ বিশেষ করে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা সুবিধাদি বৃদ্ধিকরণ করার জন্য কাজ করে যাবো।