নীলফামারীর সৈয়দপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বাবা মায়ের সহায়তায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক মাদকাসক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।১৯ অক্টোবর মঙ্গলবার সকালে শহরের কয়ানিজপাড়া মোবারক আলী লেন থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।পরে তাকে নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে।গ্রেফতার যুবকের নাম আইয়ুব আলী (৩২)।সে কয়ানিজপাড়া এলাকার মাহাবুব আলীর ছেলে।
জানা যায়,২০০১ সালের ১ এপ্রিল নীলফামারী জজ কোর্টের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাহীন কবিরের আদালতে এক মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয় গ্রেফতার আইয়ুব আলীর বিরুদ্ধে।তখন থেকে সে পলাতক ছিল।সে ময়মনসিংহে সিকিউরিটি গার্ডের চাকুরী করতো।সম্প্রতি সে বাড়িতে আসলে পরিবারের লোকজন বিষয়টি সৈয়দপুর থানার ওসি কে জানায়।পরে ওসি আইয়ুব আলীর বাবা মায়ের সহায়তায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।