আগামী ২নভেম্বর নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচন।হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন বাকী।তাই সময় বেশী না থাকায় ভোটারদের সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছেন মেয়র ও সাধারণ কাউন্সিলরসহ সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীরা।এরই মধ্যে ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে নানা প্রতিশুরুতি দিচ্ছেন তারা।সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার বাজার ও বিভিন্ন মোড়ের হোটেল,রেস্তোরাঁ এবং চায়ের দোকান গুলোতে প্রার্থীদের নিয়ে ভোটারদের চলছে চুলচেরা বিশ্লেষণ।
প্রচারণায় বর্তমান মেয়র ও কাউন্সিলরদের পাশাপাশি নতুন প্রার্থীরাও সমানতালে চালাচ্ছেন প্রচারণা।এদিকে কঠোর ব্যস্ত সময় অতিবাহিত করছেন নারী কাউন্সিলর প্রার্থীরাও।বর্তমান মেয়র ও কাউন্সিলরদের পাশাপাশি নতুন প্রার্থীরাও জয়ের আশা নিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।অনেক ওয়ার্ডে নতুন প্রার্থীদের প্রচারণা বেশ লক্ষণীয়।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বাড়ছে।তারা ভোটারদের নিজ পক্ষে নিতে পৌর এলাকার ছাড়াও বাইরের আত্মীয়দেরও প্রচারনার কাজে লাগাচ্ছে।
কারণ তাদের উদ্দেশ্যে যেভাবে হোক না কেন এবার নির্বাচনী যুদ্ধে জয়ী হতে হবে।বর্তমান মেয়র ও কাউন্সিলররা তাদের অতীত ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে অসমাপ্ত কাজ শেষ করতে পুনরায় নির্বাচিত করার জন্য ভোট ভিক্ষা চাইছেন।তবে নতুন প্রার্থীরা বর্তমান মেয়র ও কাউন্সিলরদের ব্যর্থতা ও অনিয়মের তথ্য ভোটারদের কাছে তুলে ধরে এলাকার উন্নয়নে নিজ নিজ প্রতীকে ভোট চাইছেন।ফলে ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় চলছে নির্বাচনী হৈ-হুল্লোড়।প্রার্থীরা,কর্মী সমর্থকদের নিয়ে ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন একাধিকবার।
বিরামহীন ভাবে চালাচ্ছেন প্রচার প্রচারণা।করছেন পথসভা ও ঘরোয়া সভাও।প্রচারণার বিভিন্ন কৌশলও অবলম্বন করছেন প্রার্থী ও কর্মীরা।করেছেন নির্বাচনী গণসংযোগ ও মিছিল।এতে কর্মী সমর্থকরা প্রার্থীর পক্ষে দিচ্ছেন বিভিন্ন শ্লোগান।ডোমার পৌর এলাকার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় ঘুরে দেখা গেছে মেয়র ও কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের এমন তৎপরতা।প্রতিটি পাড়া-মহল্লায় চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা।
মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীদের কর্মী ও সমর্থকদের তৎপরতায় সাধারণ ভোটাররাও হাঁপিয়ে উঠেছেন।ভোটাররা সব প্রার্থীকে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছেন তারা।তবে পৌর এলাকার ছয় নম্বর ওয়ার্ডের ভোটার হারেজ আলী বলেন,তারা এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য এমন প্রার্থীকে মেয়র ও কাউন্সিলর বানাতে চান।৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করছেন।
পৌরসভাটিতে মোট ভোটার সংখ্যা ১৩হাজার ৫শত ৪০ জন।এর মধ্যে নারী ভোটার ৬হাজার ৮শত ৭৩ জন।এবং পুরুষ ভোটার ৬হাজার ৬শত ৬৭ জন।ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।ডোমার উপজেলা নির্বাচন ও সহকারী রির্টানিং কর্মকর্তা আ.রহিম জানান,আগামী ২নভেম্বর ডোমার পৌরসভা নির্বাচন।পৌরসভার ৯টি কেন্দ্রে ৫১টি বুথ এ ভোট হবে ইভিএম পদ্ধতিতে।কোনো প্রার্থীর আচরণ বিধি যেন লঙ্ঘন না করেন সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।