1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরব মনোনয়ন প্রত্যাশী ইউপি চেয়ারম্যান প্রার্থীরা
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরব মনোনয়ন প্রত্যাশী ইউপি চেয়ারম্যান প্রার্থীরা

ফয়সাল আহমেদ :
  • প্রকাশিত: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৫ বার পড়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরব মনোনয়ন প্রত্যাশী ইউপি চেয়ারম্যান প্রার্থীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরব হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা।আগামী ডিসেম্বর মাসের মধ্যে রূপগঞ্জ উপজেলার মোট ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।সেই লক্ষ্যে কাজ করছে ইসি।ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে রয়েছে কায়েতপাড়া,গোলাকান্দাইল,ভুলতা,মুড়াপাড়া,ভোলাব।

সুত্রের খবর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম এবার নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি।এ ইউনিয়নে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহেদ আলী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে।তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার পাশে রয়েছে অধিকাংশ।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মনজুর হোসেন ভুঁইয়া।তিনি গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি।এবার গোলাকান্দাইলে নবীন-প্রবীনের মনোনয়ন লড়াই হবে।এখানে একাধিক তরুণ হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী রয়েছে।তারা হলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া।

কামরুল হাসান তুহিন আর বর্তমান চেয়ারম্যান মনজুর রহমান ভুইয়া একই গ্রামের লোক।তাদের বাড়ি হোড়গাঁওতে।গত নির্বাচনে হোড়গাঁও থেকে বিএনপিও প্রার্থী দিয়েছিলো।এবার দেখার বিষয় কি হয়।নাঈম ভুঁইয়া সরাসরি মাঠে নেমে প্রচারণা করে যাচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কামরুল হাসান তুহিনের সমর্থকরা তার প্রচারণা চালাচ্ছে।তাকে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তা প্রচার করছে।

ভুলতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া।তার বিপক্ষে এবার মাঠে নেমেছেন তার ভাবি শামীমা সুলতানা ঝিঁনু।ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হারুনুর রশিদ ভূঁইয়ার স্ত্রী শামীমা সুলতানা ঝিনু।তিনি বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করছেন।

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ।জানা গেছে তিনি এবারও দলীয় মনোনয়ন চাইবেন।তার সমর্থকরা মাঠে রয়েছে।করোনার মধ্যে তিনি মাঠে ছিলেন।বাড়ি বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।সুত্রের খবর সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনিরুজ্জামান,আব্দুল জব্বার (জব্বার মেম্বার),রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আরও বাড়তে পারে।

ভোলাব ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন।তিনি বিএনপি সমর্থিত চেয়ারম্যান।গত নির্বাচন ভোলাবতে আওয়ামী লীগের চরম দ্বন্দ্ব ছিলো।এবার কি হয় সেটা এখন দেখার বিষয়।এবার নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।তাদের মধ্যে রয়েছে ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসান আশকারী,আওয়ামী লীগ নেতা এড. তায়েবুর রহমান।তারা তিনজন এবং তাদের সমর্থকরা মাঠে প্রচারণা চালাচ্ছে।

রূপগঞ্জের মধ্যে একমাত্র ভোলাব ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী দিতে পারে।সুত্রের খবর বায়োডাটা দেখে এবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের প্রার্থীদের দলীয় মনোনয়ন দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD