কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নে সংরক্ষিত নারী প্রার্থীর পোস্টার লাগাতে গিয়ে পিকআপবেন চাপায় শাকিব হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু। এবং এ ঘটনায় নারী প্রার্থীর ছেলে গুরুত্ব অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুরে নাঙ্গলকোট -ঢালুয়া সড়কের চান্দাইশ মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে।
নিহত শাকিব হোসেন ওই ইউপির গোমকট গ্রামের মধ্যে পাড়ার এয়াছিন এর ছেলে। এ ঘটনায় গাড়ী ও চালককে স্ধসঢ়;হানীয়রা আটক করে থানায় সৌপর্দ করা হয়। আটকৃত পিকআপবেন চালক মোঃ জুয়েল শ্রীহাস্য গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে সে আদ্রা গ্রামে নানার বাড়ীতে থাকে।
স্থানীয় সূত্র জানায়, ৭.৮.৯ নং সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রার্থী শরীফা বেগমের তালগাছ মার্কার পোস্টার লাগাতে প্রার্থীর ছেলে শহীদুল ইসলামসহ (২৪) সহ নিহত শাকিব বিভিন্ন স্ধসঢ়;হানে পোস্টার লাগিয়ে নাঙ্গলকোট ঢালুয়া-সড়কের চান্দাইস মাদ্রাসা সংলগ্ন এলাকায় পোস্টার লাগানোর সময় বিপরিত দিক থেকে আসা ঢালুয়াগামী একটি পিকআপবেন চাপা দিলে দুইজন গুরুতর আহত হয়, পিকআপ নং (নেত্রকোনা -ন ১১-০০৪৭) স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাকিবের তার মৃত্যু হয়।
আহত শহীদুল ইসলামকে আশংকা জনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।