কুমিল্লা নাঙ্গলকোট পৌরসভার অর্শ্বদিয়া গ্রামে ওমর ফারুকের বসত ঘরের সামনে চলাচলের রাস্তা ও টিউবওয়েলের পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ করায় প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বিপাকে পড়েছে ফারুকের পরিবার। এ ঘটনায় ফারুকের স্ত্রী বাদী হয়ে শনিবার নাঙ্গলকোট থানার একটি অভিযোগ দাখিল করেন।
সরেজমিনে দেখা গেছ, ঐ গ্রামের পশ্চিম পাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে ওমর ফারুকের ক্রয়কৃত যায়গায় বসত ঘরের সামনে তারই আপন ভাই মুজিবুল হক মিন্টু ও চাচা দেলোয়ার হোসেন ৬ জানুয়ারি জোর পূর্বক টিনসেডের বেড়া নির্মাণ করে চলাচল বন্ধ করে দেয় এবং তাদের গৃহ কাজে ব্যবহৃত টিউবওয়েনের পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ করে দেয়। এতে গত ৮ দিন ধরে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বেকায়দায় পড়েছে পরিবারটি। এ পরিস্থিতি নিরসনের কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন ফারুকের পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত মজিবুল হক মিন্টু ও দেলোয়ার হোসেনকে বাড়িতে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সাদেক হোসেন বলেন, আমি এক্ষুনি রাস্তা খুলে দেয়ার ব্যবস্থা করছি। দ্রুত আলোচনা করে মিমাংসা করা হবে। এ বিষয়ে নাঙ্গলকোট থানার এ এস আই হারুন বলেন, অভিযোগ পেয়ে উভয় পক্ষকে ডেকেছি এবং মিমাংসা করার চেষ্টা করছি।