কুমিল্লার নাঙ্গলকোটে আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে মৃত. আব্দুর রহমানের ছেলে শহীদ উল্লাহর বসত ঘর ভাংচুর করে মালামাল লুট করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে তার ভাই জাকের হোসেন ও জসিম উদ্দিনের বিরুদ্ধে। উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মজুমদার বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে একাধীকবার গিয়ে নির্মাণ কাজ স্থগিত করলেও জাকের গংরা তোয়াক্কা করেনি।
জানা যায়, তুলাগাঁও গ্রামের মৃত আব্দুর রহমান জীবনদশায় তিনি ২টি বাড়ীর জমি ২১ শতক করে ৫ ছেলের মধ্যে সমান ভাবে সম্পত্তি ভাগ করে দেন। কিন্তু জাকের হোসেন ও জসিম উদ্দিন গং শহীদ উল্লাহ দখলীয় জায়গায় জবর দখল করে পাকা ঘর নির্মাণের কাজ করছেন। এতে শহীদ কুমিল্লার আদালতে ১৪৫ ধারায় নিষেধাজ্ঞার মামলা জারি করলে আদালত থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে স্থীতিশীল অবস্থা বজায় রাখার জন্য বলেন। কিন্তু অভিযুক্তরা আদালতের নির্দেশনা অমান্য করে বসত ঘর ভাংচুর করে ওই স্থানে ভবন নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে থানার ওসি ফারুক হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা হয়েছে, শীগ্রই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।