নওগাঁয় জেলা পুলিশের শপিংমল ভবনের জাহিরুল ইসলাম জুলা (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎপৃষ্টে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বাঁঙ্গাবাড়িয়া মহল্লার নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের পাশে এ দূর্ঘটনাটি ঘটে। জাহিরুল ইসলাম জুলা রাজশাহী জেলার চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের মৃত কাইয়ুম ইসলামের ছেলে।
নির্মান শ্রমিক আলামিন বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আমরা আরসিসি পিলারের (কলাম) কাজ করছিলাম। জুলা কলামের নিচে জমে থাকা পানি মর্টার দিয়ে উঠানোর জন্য সেখানে মর্টার স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল। মর্টার স্থাপনের কাজ শেষ হলে জুলা পানিতে নেমে অপেক্ষা করছিল। এসময় অপর একজন শ্রমিক মর্টারের সুইচ দেওয়ার সাথে সাথে জুলা চিৎকার দিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার ওসি তদন্ত রাজিবুল ইসলাম বিদ্যুপৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ( বৃহস্পতিবার ) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বাঁঙ্গাবাড়িয়া মহল্লার নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের পাশে জেলা পুলিশের শপিংমল ভবনে বিদ্যুৎপৃষ্টে নির্মান শ্রমিক জাহিরুল ইসলাম জুলা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। তবে আইনআনুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্থান্তর করা হবে।