কুমিল্লা দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় আহত কলেজ ছাত্র কামরুল হাসান(১৮) শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। নিহত কামরুল হাসান দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের আবুল বাশার’র পুত্র। সে বড়শালঘর এবিএম গোলাম মোস্তফা আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ’র উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক’র দেবীদ্বার মহিলা কলেজ’র সামনে ওই দূর্ঘটনা ঘটে। কামরুলকে বহনকারী দেবীদ্বার থেকে শালঘর গামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে কামরুল মাথায় আঘাতপ্রাপ্ত হন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেবীদ্বার থানা থেকে সনাক্তকরণ পত্র পাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কামরুল হাসান’র মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করেন। রাতেই তার দাফন করার কথা রয়েছে।
প্রথমে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
কামরুলের বড় ভাই মোস্তফা কামাল জানান, সে পারিবারিক অস্বচ্ছলতার কারনে দেবীদ্বার নিউমার্কেট স্কয়ার ফার্মেসীতে খন্ডকালীন চাকরি করে ওই টাকা দিয়ে নিজের লেখা-পড়ার খরচ চালাতেন। পুলিশ ক্লিয়ারেন্স পেতে বিলম্ব হওয়ায় ঢামেক থেকে লাশ হস্তান্তরে রাত হয়ে গেছে। আমরা রাতের মধ্যেই তার দাফন সম্পন্ন করে নেব। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান সন্ধ্যা সাড়ে ৬টায় জানান, ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের নিকট কামরুল হাসানের সনাক্তকরন পত্র ইমেইলে পাঠিয়ে দিয়েছি।