1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
দেবীদ্বারে নামাজ পড়তে বলায় মাদকসেবীর মারদর; কিশোর নিহত।
বাংলাদেশ । রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেবীদ্বারে নামাজ পড়তে বলায় মাদকসেবীর মারদর; কিশোর নিহত।

কিবরিয়া
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩২২ বার পড়েছে

নামাজ পড়তে বলায় এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মুগসাইর গ্রামে। নিহত আজিজুল হক হৃদয় (১৪)মুগসাইর গ্রামের অটো চালক রিপন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায় বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামে হৃদয় হাঁটতে যায়। এসময় হৃদয় একই গ্রামের ইদ্রিস আলীকে ‘নামাজ পড়তে আসো, একদিন তো মরতে হবে’ বলায় রেগে যায় সে। এক পর্যায়ে ইদ্রিস ও তার সাথে থাকা বন্ধুরা মিলে হৃদয়কে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করে৷

এতে হৃদয়ের বুকে ও শরীরে আঘাত প্রাপ্ত হয়। আহত অবস্থায় হৃদয়কে স্থানীয়রা বাড়ি পৌছে দেয়’।
বুধবার মারধরের শিকার আজিজুল হক হৃদয় (১৪) বৃহস্পতিবার (২৩জুন) বিকেলে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।

সুত্রমতে, অভিযুক্ত ইদ্রিস মাদকসেবন ও মাদক কারবারের সাথে জড়িত বলে জানা গেছে।

হৃদয়ের মা রিনা বেগম জানান, ‘ নামাজ পড়তে বলায় ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। গতকাল এসে আবার আমাকে সাবধান করে দিয়ে বলেছে, আমি যেন আমার ছেলেকে শাসন করি। আমার ছেলের বিচার চাই’।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর শুক্রবার সকালে জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর অভিযোগ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD