মাদারীপুরের ডাসারে দুইমাসের অর্ন্তসত্তা পুত্রবধূকে যৌতুকের জন্য শশুড়-শাশুড়ী মিলে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি গতকাল ঘটে বলে জানাযায়। মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়।
ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের মৃতঃ মোঃ সত্তার হাওলাদারের কন্যা তহমিনা আক্তারের সাথে পারিবারিক ভাবে প্রায় তিন বছর পূর্বে। ডাসারের ধামুসা গ্রামের মোঃ মস্তফা ঢালীর ছেলে মোঃ সোহেল ঢালীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে যৌতুক দাবি করে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেয়। পুনঃ ছেলের সরকারি চাকুরী নেয়ার জন্য আরও পাঁচলাখ টাকা লাগবে বলে চাপ সৃষ্টি করে আসছে তার পরিবার।
পিতা হারা তহমিনা টাকা না দিতে পারায়,গতকাল শনিবার বিকালে শশুড় মোঃ মস্তফা ঢালী,শাশুড়ী মোসাঃ রাজিয়া বেগম ও ননদ মিনারা মিলে ঘরের মধ্য টেনেহিঁচড়ে নিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে আহত করে। পরে তহমিনা বেগম স্থানীয় এলাকাবাসির সহযোগিতায় তার বাড়িতে সংবাদ দিলে, তারা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী তহমিনা বেগম বলেন, আমাকে বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করে মারধর করে আসছে। আমার পরিবার দুইলাখ টাকাও দিয়েছে।পুনঃ পাঁচ লাখ টাকা দাবি করে আমাকে চাপ দিয়ে আসছে।গতকাল আবার আমার শশুর শাশুড়ী ও ননদ মিলে,সেই দাবিকৃত পাঁচ লাখ টাকার জন্য ঘরের মধ্যেনিয়ে মারধর করে। আমি দুইমাসের অর্ন্তসত্তা। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।