1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
তোমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ডিসি কামরুল হাসান
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তোমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ডিসি কামরুল হাসান

নূরুল আলম আবির :
  • প্রকাশিত: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৬ বার পড়েছে
তোমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ডিসি কামরুল হাসান

তোমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তোমরা কেউ নির্যাতনের শিকার হলে ৯৯৯,৩৩৩ তে ফোন করবে।তাহলে এ বিষয়ে ওসি,ইউএনও সহ আমরা সবাই জানতে পারবো।আমাদের কাছে একটি বার্তা যাবে।তখন আমরা তোমাদের উদ্ধার করবো।নারীদের উদ্দেশ্য করে কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শিক্ষকদের উদ্দেশ্য বলেন,আপনারা শিক্ষকরা নিজ সন্তানদের যেভাবে যত্ন নেন,পড়াশোনায় আন্তরিক,অন্যের ছেলেমেয়েদেরকেও সেভাবে দেখবেন।তাদের ভালো লেখাপড়া করানোর চেষ্টা করবেন।লেখাপড়ার গুণগত মান উন্নয়নে কাজ করুন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এরপর যৌতুক নিরোধ আইন-২০১৭,বিধিমালা-২০১৮ সংক্রান্ত আলোচনা সভায় এবং উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা-২০২১ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।তিনি এসময় ফাল্গুনকরা চ্যারিটি অর্ডারের দেয়া স্বাস্থ্য উপকরণ কিশোরীদের মাঝে বিতরণের উদ্বোধন করেন।

এরপর এসব উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক,ফাল্গুনকরা চ্যারিটি অর্ডারের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী এসব স্বাস্থ্য উপকরণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতারের নিকট সরবরাহ করেন।

উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা-২০২১ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,মোবাইল ফোন,গেইম,প্রেম-টেম বাদ দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া কর।আমি নিজেও ছাত্রজীবনে মনোযোগ দিয়ে লেখাপড়া করেছি।তাই আজ ডিসি হতে পেরেছি।

আমার বাবা আমাকে ছাত্রজীবনে সাইকেলও কিনে দেননি।কিন্তু তিনি ইচ্ছে করলে আমাকে গাড়ী কিনে দিতে পারতেন।এখন আমার চারটি গাড়ি।সবগুলোর মূল্য হবে প্রায় ২কোটি টাকা।আমি যে বাড়িতে থাকি সে বাড়ি ১০ একর ভূমির উপর প্রতিষ্ঠিত।সে বাড়িতে আমি একজন থাকি।আমি অন্য দিকে মনোযোগ দিলে,প্রেমটেম করলে আজ এত বড় সফল মানুষ হতে পারতাম না।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক,পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু,উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার,মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার,সহকারী কমিশনার ভূমি তমালিকা পাল,অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা,মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ আবু তৈয়ব,মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রাণী চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD