ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় স্মার্টকার্ড বিতরণ শুরু করা হয়েছে।মঙ্গলবার ৫ আগস্ট রাণীশংকৈল ডিগ্রী কলেজে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্ষন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হয়।কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগমসহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনে পৌরমেয়র পৌরনাগরিক ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগমের হাতে স্মার্টকার্ড তুলে দেন।আজ ১, ২ ও ৩ নং ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে।আগামী দুদিনে বাকী ৬ টি ওয়ার্ডে বিতরণ করা হবে।পৌরসভায় মোট ১২৯০৫ জন নাগরিক স্মার্টকার্ড পাবে বলে পৌর কর্তৃপক্ষ জানান।
এ প্রসঙ্গে মেয়র পৌরসভার সকল জনগনের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন,দেশের জনগন দেশ বিদেশে এই স্মার্ট কার্ডের সুফল পাচ্ছে এবং আগামীতেও পাবে।এবং বর্তমান ডিজিটাল সরকারের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।