ট্রেনের সিটে আসরের নামাজ আদায়ের কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইব্রাহিম নঈমী নামে চট্টগ্রামের এক মাদ্রাসা অধ্যক্ষ । প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার (১০) নভেম্বর বিকেল সাড়ে চারটায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা মাদ্রাসার অধ্যক্ষ বলে জানা গেছে। রেলের নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, মৃত্যুবরণকারী মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইব্রাহিম নঈমী বিকেলে আসরের নামাজ ট্রেনের সিটে বসেই আদায় করেন। ট্রেনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ট্রেনের সিটে বসা অবস্থায় জিকিরও করেন। এর কিছু সময়ের পরেই মৃত্যুরকোলে ঢলে পড়েন।
তিনি আগামী ২ ডিসেম্বর হতে অনুষ্ঠিত হতে যাওয়া দাখিল পরীক্ষার্থীদের প্রবেশপত্র আনতে, তাঁর সহকর্মীদের নিয়ে গত মঙ্গলবার রাতে ঢাকায় যান অধ্যক্ষ ইব্রাহিম নঈমীর প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় গহিরা কামিল মাদ্রাসা ময়দানে এবং বেলা ২টায় হাটহাজারীর নোমানীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। পরে নোমানীয়া মাদ্রাসা সংলগ্ন কবরাস্থানে তাকে দাফন করা হবে। এদিকে অধ্যক্ষ আল্লামা ইব্রাহিম নঈমীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হাটহাজারী- রাউজানে ।