টাঙ্গাইলের দেলদুয়ারের পাটের গুদাম থেকে র্যাব-১২এর অভিযান কালে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।এ ঘটনায় জড়িত থাকায় দুইজনকে আটক করেছে র্যাব।সোমবার রাতে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন-টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের মৃত আবুল হোসেন মণ্ডলের ছেলে আব্দুল আজিজ (৬০),ও ছিলিমপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ সোহেল (২৮)।
এ বিষয়ে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে.কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন,দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারে সোমবার রাতে সেকান্দার (৪০),এর পাটের গুদাম ঘরের ভিতরে চোরাচালান বিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়।এ সময় র্যাবের আভিযানিক দল কালোবাজারির উদ্দেশ্যে পাচারের সময় ৩০ কেজি ওজনের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর ৭৩ বস্তা চাল জব্দ করেন।
উক্ত পাটের গুদামে রক্ষিত অবস্থায় ২৩ বস্তা ও মিনি ট্রাকে ৫০ বস্তা চাল পাওয়া যায়।জিজ্ঞাসাবাদে তারা জানান,সরকার কর্তৃক নাম মাত্র ১০ টাকা মূল্যে গরীব দুঃখীদের জন্যে সরবরাহকৃত চাল বেশি মুনাফা লাভের আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে বেশি দামে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের নিকট বিক্রয় করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫(১)/২৫(২) ধারায় ১টি মামলা দায়ের করা হয়েছে।