টাঙ্গাইলের ঘাটাইলে আইনি লড়াইয়ে জিতে নির্বাচনের সাড়ে তিন বছর পর ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোঃ খলিলুর রহমান নামের এক ব্যক্তি।গতকাল শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে শপথ নেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন তাঁর নিজ কার্যালয়ে খলিলুর রহমানকে শপথপত্র পাঠ করান।এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,২০১৮ সালের ২৩ মার্চ উপজেলার ধলাপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচনে খলিলুর রহমান ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেন।ফল গণনায় খলিল তাঁর প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিন্টুর কাছে মাত্র ৩ ভোটে হেরে যান।খলিলের অভিযোগ,ফল পাল্টে দিয়ে তাঁকে হারানো হয়েছে।খলিল ফল মেনে না নিয়ে নির্বাচনী ট্রাইবুনালে মামলা করেন।
আদালতের নির্দেশনায় ভোট পুনর্গণনায় খলিলুর রহমান ৩ ভোটে জয়লাভ করেন এবং মামলায় জিতে যান।কিন্তু ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে তাঁর প্রতিপক্ষ মিজানুর হাইকোর্টে আপিল করেন।হাইকোর্টও খলিলের পক্ষে রায় দেন।পরে গত বছরের ১০ নভেম্বর তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
নানা জটিলতার কারণে গেজেট প্রকাশের পর দীর্ঘ দিন পার হয়ে গেলেও শপথ নিতে পারেননি খলিল।একপর্যায়ে গত ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানোর জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি।অবশেষে নির্বাচনের ৪২ মাস পর ইউপি সদস্য হিসেবে শপথ নেন খলিলুর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন বলেন,আদালতের আদেশ ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী খলিলুর রহমানকে ধলাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে শপথপত্র পাঠ করানো হয়েছে।