ঝালকাঠির রাজাপুর উপজেলার চাড়াখালী (গুদীঘাটা) এলাকায় মৃত নান্নু মোল্লার বসতঘরে ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক পৌনে দুইটায় ডাকাতির ঘটনা ঘটেছে।এ সময় ডাকাতরা ঘরে থাকা আনুমানিক ৮৫ হাজার নগদ অর্থ ও স্বর্নের ৬ টি আংটি, কানের তিন জোড়া রিং (যার আনুমানিক ওজন) ৩ ভরি,মোবাইল সহ মালামাল নিয়ে যায়।খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৃত নান্নু মোল্লার স্ত্রী নিরু বেগম জানায়,রাত আনুমানিক পৌনে ২টার দিকে আমার বসতবাড়ির পিছনের দরজা ভেঙ্গে ৫ জন পুরুষ মুখ আটকানো অবস্থায় দেশীয় অস্ত্র নিযে ঘরে প্রবেশ করে আমার পুত্র আলমগীরকে মারধর করে ফুলা জখম ও আমাকে রামদা দিয়ে পিটিয়ে আহত করে এবং আমার ২পুত্র বধু সহ ৪ জনকে বেধেঁ রাখে।তিনটি শিশুকে ঘরের কক্ষে আটকে রাখে।এসময় আমার ও আমার পুত্র বধুদের হাতে পরিহিত ৬ টি আংটি ও কানে থাকা তিন জোড়া রিং ও বিভিন্ন আলমারী ভেঙ্গে নগদ আনুমানিক ৮৫ হাজার টাকা সহ একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।অন্যান্য মোবাইল গুলো পানিতে ডুবিয়ে দেয়।
নিরু আরও বলেন- ৪পুত্র,এক কন্যা তার।পুত্র আলম মোল্লা কুয়েত প্রবাসী এবং অন্য ২ পুত্র ঢাকায চাকুরি কনে এবং ১ পুত্র বাড়িতে থাকে।পুলিশ আসার আগেই ডাকাতরা চলে যায়।রাজাপুর থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর মোঃ খোকন বলেন-একটি দস্যুতার ঘটনা ঘটেছে।আমাদের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।