ঝালকাঠির নলছিটিতে একটি গোডাউনে আগুনে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘন্টাব্যাপি চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব চর দপদপিয়ায় এ ঘটনা ঘটে। গোডাউনেরে মালিক রফিকুল ইসলাম জানান, গোডাউনের মধ্যে থাকা পলিথিনসহ নানা মালামাল পুড়ে আনুমানিক ১৫ লক্ষটার ক্ষয়ক্ষতি হয়েছে। নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালেকুজ্জামান জানান, স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনটির মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
নলছিটি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খালেকুজ্জামান খান জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই গোডাউনের মধ্যে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে রাখা ছিল। ফায়ার সার্ভিস দ্রুততম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।