ঝালকাঠির রাজাপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। ২৮ জানুয়ারি শুক্রবার সকালে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুর মেডিকেলের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলে বিশ^াসবাড়ীর দিক থেকে মেডিকেল মোড়ের দিকে আসছিলেন তিন আরোহী। মোটরসাইকেলটি খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুর মেডিকেল মোড় এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাসার সামনে আসা মাত্রই মটর সাইকেলটির নিয়ন্ত্রন হারিয়ে বরিশালের (বিপরীত) দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রকের নিচে ঢুকে পরে। এ দূর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে যানাযায়, গুরুতর অবস্থায় আহত তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রািফ হাং (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়। রাফি হাং উপজেলার মনোহরপুর এলাকার মোঃ বশির হাং এর ছেলে। অপর দুই আরোহী মনোহরপুর এলাকার মজনু হাং এর ছেলে ইমরান(১৯) এবং ঝালকাঠি সদর উপজেলার কৃর্তিপাশা এলাকার আবুল ফকিরের ছেলে মোঃ রাজীব (১৯)। তাদের অবস্থা গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের -ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পুলক চন্দ্র রায় বলেন,দূর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলা প্রত্রিুয়াধীন।