কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে জুয়ার খেলাকে বাধা দেওয়ায় থানার দুই পুলিশের উপর হামলাকারী দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাদেরকে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে। থানা সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে চান্দলা বাজারে তিন দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। বাজারের পাশে খোলা মাঠে জুয়ার আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এএসআই বোরহান উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। অভিযানে এক জুয়ারিকে আটক করার চেষ্টাকালে লোকমান ও তার সহযোগীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলা থেকে বাঁচার জন্য ইউনিয়ন পরিষদে প্রবেশ করলে হামলাকারীরা সেখানেও হামলা করে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়। খবর পেয়ে থানা পুলিশের অন্যান্য সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। গতকাল হামলাকারী দুইজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- চান্দলা রামচন্দ্রপুর গ্রামের জামাল খানের ছেলে লোকমান হোসেন খান (৪০) ও চান্দলা পশ্চিমপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইসহাক (২৯). থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।