২৫ সেপ্টেম্বর শনিবার জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণে শহীদ নগর গণহত্যা দিবস উপলক্ষে স্বরন সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল শহীদ নগর রেল স্টেশন চত্বর এলাকায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ এর সভাপতিত্বে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির,সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,হুমায়ুন কোম্পানির হুমায়ুন বাঙ্গাল,পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক সেলিম আল মামুনসহ মুক্তিযোদ্ধা,শহীদ পরিবারের সদস্য এবং পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ২৫ সেপ্টেম্বর দেশের কতিপয় দালাল-রাজাকার-আলবদরের ইন্ধনে পাকিস্থানী সেনারা বারইপটল-ফুলদহের পাড়া এলাকায় মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ হয়।পাকিস্থানীদের হাতে এ এলাকার ১০ জন মুক্তিযোদ্ধা ও ৪৬ জন সাধারণ মানুষকে হত্যা করে এবং ৬০ জন সাধারন মানুষকে আহত করে।