কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। উপজেলার ১২ ইউনিয়নে ৬৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ সর্বমোট ৭১৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ১২জন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ৪৪ জন, ইসলামী আন্দোলন ৭, জাকের পার্টি ৩, জাতীয় পার্টি ২ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চেয়ারম্যান প্রার্থী ১জন; সংরক্ষিত নারী সদস্য প্রার্থী (মহিলা মেম্বার) ১০৫ জন এবং সাধারণ সদস্য প্রার্থী (মেম্বার) ৫৪৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ সদস্যরা।
১নং কাশিনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা মেম্বার ৭জন, সাধারণ মেম্বার প্রার্থী ৪৫জন; ২নং উজিরপুরে চেয়ারম্যান পদে ৮, সংরক্ষিত ১০, সাধারণ ৪১; ৩নং কালিকাপুরে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ৯, সাধারণ ৫১; ৪নং শ্রীপুরে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত ৮, সাধারণ ৩২; ৫নং শুভপুরে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত ১২, সাধারণ ৪৫; ৬নং ঘোলপাশায় চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ৯, সাধারণ ৪৫; ৮নং মুন্সীরহাটে চেয়ারম্যান পদে ১৪, সংরক্ষিত ৭, সাধারণ ৫৭; ৯নং কনকাপৈতে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত ১০, সাধারণ ৫৪; ১০নং বাতিসায় চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ৭, সাধারণ ৪৪; ১১নং চিওড়ায় চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত ১১, সাধারণ ৪৫; ১২নং গুনবতীতে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত ৭, সাধারণ ৪৭ জন এবং ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত ৮, সাধারণ মেম্বার পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সারা চৌদ্দগ্রামে নির্বাচনের আমেজ লক্ষ্য করা গেছে। ৪নং শ্রীপুর ইউনিয়নে কোনো চেয়ারম্যান প্রার্থী না থাকায় আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী শাহ জালাল মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। দিন যত গড়াচ্ছে নির্বাচনের আমেজ তত বৃদ্ধি পাচ্ছে। চা দোকানে চায়ের চুমুকে ঝড় তুলছে নির্বাচনী আলাপন। প্রার্থীরা গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। কদর বাড়ছে সাধারণ ভোটারের।