কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের বাছা মিয়াকে তার ছেলেরা রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। ৩০ জানুয়ারি রবিবার বিকেলে এমন বেদনাবিধুর ঘটনা ঘটে। পিতৃত্বের মহাগৌরবময় অস্তিত্ব যেন দুমড়েমুচড়ে যায়। সন্তানের জন্য জীবনব্যাপী প্রাণপণে লড়াই করে যাওয়া কোনো পিতার এমন অবহেলা কোনোভাবেই মানা যায় না। খবর পেয়ে ছুটে আসেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান সহ অন্যান্যরা।
ইউএনও সহ প্রশাসনের অন্যান্যদের মানবিক হস্তক্ষেপে ওই হতভাগ্য পিতা বাছা মিয়াকে জরুরী ভিত্তিতে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তারপরও বাঁচানো যায়নি ওই পিতাকে। তিনি ক্ষোভে, দুঃখে আলিঙ্গন করেন মৃত্যুকে। অবশেষে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করলে সব অবহেলার সমাপ্তি ঘটে। পিতৃত্বের গর্বিত মুখাবয়বে নিদারুণ কলঙ্ক নিয়েই পাড়ি জমান পরলোকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তা’য়ালা উনাকে জান্নাতবাসী করুন।