1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চৌদ্দগ্রামে নৌকার গণজোয়ার, বিদ্রোহীরা কোণঠাসা 
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে নৌকার গণজোয়ার, বিদ্রোহীরা কোণঠাসা 

নূরুল আলম আবিরঃ 
  • প্রকাশিত: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৯ বার পড়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। উপজেলার ১২ ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১২ ইউনিয়নের ৪নং শ্রীপুরে নৌকার প্রার্থী শাহ জালাল মজুমদার এবং ৬নং ঘোলপাশায় নৌকার প্রার্থী এ কে খোকন বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাই বাকী ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

প্রচার-প্রচারণা, গণসংযোগ ও জনসমর্থনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা এগিয়ে রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ জালাল মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউসার হানিফ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নে নৌকা মার্কার উঠান বৈঠকে অংশ নিয়ে নৌকা মার্কার ভোট চাচ্ছেন।

বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন নৌকার প্রার্থী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। অপরদিকে কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ঘোষণা অনুযায়ী বিদ্রোহী প্রার্থীরা বহিষ্কার আতংকে দিন কাটাচ্ছেন। প্রকাশ্যে প্রচার-প্রচারণাও করতে পারছে না বিদ্রোহী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা। কুমিল্লা-১১ আসন চৌদ্দগ্রামের জনপ্রিয় সাংসদ সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হকের নেতৃত্বে চৌদ্দগ্রামে আওয়ামী লীগ শক্ত অবস্থানে রয়েছে।

বহিষ্কার আতংক এবং দলের শক্ত অবস্থানের কারণে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সাথে থাকা নেতাকর্মীরা একে একে নৌকা প্রতীকের প্রার্থীর সাথে যোগ দিচ্ছেন, অংশ নিচ্ছেন নৌকা মার্কার প্রচার-প্রচারণায়। চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। নৌকার প্রার্থীরা নির্বাচিত হলেও উন্নয়ন অব্যাহত থাকবে সারা চৌদ্দগ্রামে। তাছাড়া চৌদ্দগ্রামে আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী হওয়ায় এখানে নৌকার প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশী। চৌদ্দগ্রামের সকল ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের বিজয় লাভের সমূহ সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি থেমে নেই মেম্বার, মহিলা মেম্বার প্রার্থীরা। নির্বাচনী জ্বরে আক্রান্ত চৌদ্দগ্রামে ভোটের আমেজ চোখে পড়ার মত।

উপজেলার শুভপুর ইউনিয়নের নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মজুমদার, কাশিনগর ইউনিয়নের মোশারেফ হোসেন, উজীরপুরের নায়িমুর রহমান মজুমদার মাছুম, কালিকাপুরের ভিপি মাহবুব হোসেন মজুমদার, মুন্সীরহাটের মাহফুজ আলম, বাতিসার কাজী ফখরুল আলম ফরহাদ, গুণবতীর সৈয়দ আহম্মেদ খোকন, জগন্নাতদিঘীর জানে আলম এবং কনকাপৈত ইউনিয়নের নৌকার প্রার্থী জাফর ইকবাল নৌকা মার্কার জনসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

সংশ্লিষ্ট সকল ইউনিয়নে জনসমর্থন, প্রচার-প্রচারণা ও জয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছে নৌকার প্রার্থীরা। নৌকা প্রতীকের প্রার্থীরা চৌদ্দগ্রামে চলমান উন্নয়ন এবং নতুন উন্নয়নের কথা বলে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন। বসে নেই মেম্বার প্রার্থীরাও। সারা চৌদ্দগ্রামে নির্বাচনের ঝড়ো হাওয়া বইছে। কদর বেড়েছে সাধারণ ভোটারদের। প্রার্থীরা ভোটারদের সালাম জানিয়ে ভোট চেয়ে ফিরছেন এলাকার ঘরে ঘরে। গ্রামে গ্রামে চলছে উঠান বৈঠক। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখতে জোর তৎপরতা অব্যাহত রয়েছে। আগামী ২৬শে ডিসেম্বর একটি সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে চৌদ্দগ্রামবাসী আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD