1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চৌদ্দগ্রামে নৌকা মার্কার জনসভায় মানুষের ঢল
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে নৌকা মার্কার জনসভায় মানুষের ঢল

নূরুল আলম আবিরঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪৩২ বার পড়েছে

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মজুমদারের নৌকার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় মানুষের ঢল নামে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার সমর্থনে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। ২৬ ডিসেম্বর আসন্ন ইউপি নির্বাচনে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী, শুভপুরের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর কবির মজুমদার নিজ প্রার্থীতা প্রত্যাহার করে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মজুমদারের নৌকা মার্কাকে সমর্থন দেন। বর্তমান চেয়ারম্যান ও নৌকার মাঝি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মজুমদার এবং সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর কবির মজুমদারের ডাকে আজ নৌকা মার্কার সমর্থনে আয়োজিত জনসভা জনসমুদ্রে রূপ নেয়। সারা শুভপুরে সাধারণ জনতার মুখে একই স্লোগান— “আলম খলিল ভাই ভাই/ নৌকা মার্কায় ভোট চাই।” দুই চেয়ারম্যান এক হয়ে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নৌকাকে বিজয়ী করতে একাত্মতা ঘোষণা করেছেন। মূলত এই কারণেই আজকের নৌকা মার্কার জনসভা হয় এক বিশাল জনসমুদ্র।

বর্তমান চেয়ারম্যান ও নৌকার মাঝি এবং শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে নৌকা মার্কার বিশাল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর কবির মজুমদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মফিজুর রহমান, শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ হারুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, মুন্সীরহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাসুম বিল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহম্মদ মজুমদার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সভাপতি ও ইউপি মেম্বার প্রার্থী কাজী সালেহ আহমেদ, ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ শান্ত সহ বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আগামী ২৬শে ডিসেম্বর চৌদ্দগ্রাম উপজেলার ১০ ইউনিয়নে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সকল ইউনিয়নে প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। কর্মীসভা ও নির্বাচনী সভা করছেন। চৌদ্দগ্রাম উপজেলায় ৪নং শ্রীপুর ইউনিয়নে উপজেলা যুবলীগের আহ্বায়ক নৌকার প্রার্থী শাহ জালাল মজুমদার এবং ৬নং ঘোলপাশা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নৌকার প্রার্থী এ কে খোকন ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। এ আসনের সাংসদ জনপ্রিয় জননেতা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপি। মুজিবুল হক মুজিবের নেতৃত্বে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ শক্ত অবস্থানে রয়েছে। চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকলেও বাকী ১০ ইউনিয়নেও নৌকাই জিতবে বলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD