চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে জাটকা রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চতুর্থ কিস্তির চাউল বিতরন করা হয়।
১লা’ জুন শনিবার সকালে চান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চালউ বিতরণ করা হয়। চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী বলেন আমার ইউনিয়নে নিবন্ধিত ১৮৩০ জেলে পুরো জেলের চাউল বিতরন করি।
চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, ট্যাগ অফিসার সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তামানিক মিয়া, সচিব বশিরউল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লায়ন নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন খান, আওয়ামী লীগ নেতা স্বপন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শেখ আলমগীর হোসেন, চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোপণ পাটওয়ারী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনু মিয়া, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির খান ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বেপারী, ইউনিয়ন যুবলীগের সদস্য রাসেল পাটওয়ারী, ইউপি সদস্য আলী আহমেদ কবিরাজ, শেখ মোহাম্মদ রুবেল, মিজান, পিন্টু শেখ, খাজা আহম্মেদ পাটওয়ারী, কালাম পাটওয়ারী, সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি মেম্বারগন উপস্থিত ছিলেন।