1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চাঁদপুরের ফারাক্কাবাদে বেপরোয়া অটোবাইকের চাপায় পথচারী বৃদ্ধ নিহত
বাংলাদেশ । বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ।। ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চাঁদপুরের ফারাক্কাবাদে বেপরোয়া অটোবাইকের চাপায় পথচারী বৃদ্ধ নিহত

কবির হোসেন মিজি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২১৯ বার পড়েছে

চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদে অটোবাইকের চাপায় দ্বীন ইসলাম (৭৫) নামে এক পথচারী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৭ জুন মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজার সংলগ্ন মনিরের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী বৃদ্ধর বাড়ি চাঁদপুর সদর উপজেলার সাপদী গ্রাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পিতার নাম জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে ফরাক্কাবাদ বাজার সংলগ্ন মনিরের দোকানের সামনে নিহত বৃদ্ধ দ্বীন ইসলাম রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটি অটো বাইক এসে তার সাথে ধাক্কা লাগে। অটো বাইকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুতর ভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে প্রথমে দুর্ঘটনাকবলিত অটোবাইকটি আটক করে থানায় নিয়ে যান। পরে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যান। চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অটোবাইক টি আটক করে থানায় নিয়ে আসি। কিন্তু চালককে ঘটনাস্থলে না পাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তারা আবেদন করে বিনা ময়নাতদন্ত লাশ নিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD