মোস্তফা মিস্ত্রিরি (৪০) নামে চাঁদপুর জেলা কারাগারের এক কয়েদীর মৃত্যু হয়েছে। ১৩ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১২ টায় আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী কয়েদি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ঘোরাদারি গ্রামের মৃত রহিম আলী মিস্ত্রির পুত্র।
জানাযায় মৃত মোস্তফা মিস্ত্রি মানব পাচার মামলায় আসামি হয়ে দীর্ঘ একমাস ১৯ দিন কারাবরণ করেন। শুক্রবার রাতে পাতলা পায়খানা জনিত রোগে অসুস্থ হয়ে পড়লে কারাগারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
অসুস্থ অবস্থায় তাকে রাত ১১ টা ৪০ মিনিটের সময় হাসপাতালে ভর্তি দিলে রাত বারোটার দিকে হাসপাতালরর ২য় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় সে মৃত্যুবরণ করেন।
চাঁদপুর জেলা কারাগারের মেডিকেল সহকারী রাসেল আহমেদ জানায়, মোস্তফা মিস্ত্রি মানবপাচার মামলার আসামী ছিলেন। সে এক মাস ১৯ দিন কারাবরণ অবস্থায় শুক্রবার রাতে পাতলা পায়খানা জনিত রোগে অসুস্থ হয়ে পড়লে রাত ১১টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর চিকিৎসারত অবস্থায় রাত বারোটার দিকে সে মৃত্যুবরণ করে। তিনি আরো জানান কয়েদি মুস্তাফা মিস্ত্রি পূর্ব থেকেই লিভারের সমস্যা, আলচার ও শ্বাসকষ্টজনিত রোগে ভোগছিলেন।
পরে শনিবার দুপুরে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশের সুরতাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। মডেল থানা পুলিশ ও জেলা কারাগার সদস্যরা জানান, পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।