চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চীনা অর্থনৈতিক অঞ্চল (চায়না ইকোনমিক জোন) এর ড্রেনের পানিতে তলিয়ে গেছে উপজেলার ১বৈরাগ ইউনিয়নের ৭নং মুহাম্মদপুর ওয়ার্ডের পশ্চিম পাড়া গ্রাম।সরে জমিনে দেখা যায়,চায়না ইকোনমিক জোনের পানির ড্রেন দিয়ে প্রবাহিত হওয়া পানিতে পশ্চিম পাড়া গ্রামের প্রায় ডজন খানেক ঘর বাড়িতে হাটু পানি হয়েছে।
হঠাৎ পানি আসায় অনেকেনের ধানসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষতি হয়েছে।স্থানীয় বাসিন্দা জাহিদ মনির জানান, চায়না ইকোনমিক জোন নির্মাণের জন্য পাহাড় কেটে সমান করে ফেলা হয়েছে।পাহাড়ের পানি যাওয়ার জন্য খাল পর্যন্ত ড্রেন করার কথা থাকলেও ড্রেন অর্ধেক করে রেখে দেওয়ায় ড্রেনের পানিতে আমাদের গ্রাম প্লাবিত হয়ে গেছে।
১নং বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান সোলাইমান বলেন,এই বিষয়ে চায়না ইকোনমিক জোন কর্তৃপক্ষের সাথে অনেকবার আলোচনা করা হয়েছে।তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করা ছাড়া নিজেদের মতো পরিকল্পনা করে।যার কারণে প্রতিনিয়ত মানুষদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।