দিনাজপুরের ঘোড়াঘাটে জমা-জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহিমপুর গুচ্ছগ্রাম তিন মাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকার নারায়ন চন্দ্রের ছেলে রাম চন্দ্র মোহন্ত অভিযোগ করে বলেন, বিরাহিমপুর মৌজায় ১৮৮ নং দাগে ৯১ শতাংশ জমি ক্রয়সূত্রে আমার পিতা দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছিলেন। তার মধ্যে আমার পিতার নিকট থেকে শাহ জামাল নামে এক ব্যক্তি ৩০ শতাংশ জমি ক্রয় করেন।
এমতাবস্থায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শুকুর আলী মোল্লার সহায়তায় লগেন কিস্কু নামে এক ব্যক্তি বিভিন্ন প্রকার অভিযোগ ও মামলা পরিচালনা করে আসছেন। মামলা চলাকালে একটি বাটোয়ারা মামলায় ঘোড়াঘাট সহকারী জজ আদালত, দিনাজপুর আমাদের পক্ষে সীমানা উল্লেখ সহ ছাহামভুক্ত করে একটি রায় প্রদান করেন।
এরপর আমরা আমাদের ভোগ দখলকৃত জমিতে গেলে প্রতিপক্ষরা বিভিন্ন প্রকার গালিগালাজ, ভয়ভীতি ও মারধর সহ হুমকি প্রদর্শন করে। এ সময় মানববন্ধনে শতাধিক লোকনের উপস্থিতিতে ভুক্তভোগী রাম চন্দ্র ও তার পরিবারের লোকজন প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।