দিনাজপুরের ঘোড়াঘাটে দোকান থেকে চুরি হওয়া ৬টি মোবাইল ফোনসহ দুইজন কে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
জানা যায়, গত ২৫ জুন রাতের কোন একটি সময়ে উপজেলার রাণীগঞ্জ বাজারে অনিক টেলিকম হতে বিভিন্ন ব্র্যান্ডের ১৯ টি ফোন চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা।
এ ঘটনার প্রেক্ষিতে দোকান মালিক সাইফুল ইসলাম সরকার বাদি হয়ে অজ্ঞাত নামা আসামী করে একটি চুরির মামলা দায়ের করলে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যম ব্যবহার করে চুরির ঘটনার সাথে জড়িত দুইজন কে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর এলাকার আব্দুল হাকিমের ছেলে আলামিন বাটুল (৩২) ও অপরজন ঠাকুরদাস লক্ষীপুরের মৃত ছফিরদ্দিন এর ছেলে মেহেদী হাসান (৪৮)।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িত দুই জন কে আটক করে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী ৬ টি ফোন উদ্ধার করা হয়েছে।
আজ (১৭ জুলাই) শনিবার মোবাইল চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।