গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমাকে কেন্দ্র করে নজরুল নামে এক স্কুল শিক্ষক গুরুত্বর আহত হয়েছে।থানার অভিযোগ সুত্রে জানা গেছে,গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের চককোচমুড়ি গ্রামের উমর ফারুকের ছেলে স্কুল শিক্ষক নজরুল ইসলামের সাথে একই গ্রামের মৃত-মোজাম্মেল মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৩৫),মাসুদ মন্ডল (৪০),মোখলেছ মন্ডল (৩৮) দের সাথে তার কবলাকৃত তফশিল বর্ণিত জমি নিয়া বিরোধ চলে আসছে।
নজরুল ইসলামের ভোগদখলকৃত জমি জোরপূর্বক বেদখল দেওয়ার জন্য কিছু দিন যাবৎ উপরোক্ত আসামীগণ নানা ভাবে হুমকিসহ শাসাইয়া আসছে।এ বিষয় নিয়ে এলাকায় গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে গ্রাম্য শালিস হলেও তারা কোন শালিস মানেন না।আসামীগণ কিছুদিন আগে জমি বেদখল দেওয়ার জন্য ইট,সিমেন্ট,বালি ফেলায়।এরি ধারাবাহিকতায় ২৩ অক্টোবর দুপুরে আসামীগণ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অবৈধ স্থাপনা পাকা ঘর-বাড়ী নির্মাণের চেষ্টা করে।
এতে নজরুল ইসলাম বাধা নিষেধ করতে গেলে ধারালো অস্ত্র দ্বারা তাকে আঘাত করে গুরুত্বর আহত করে।স্থানীয় লোকজন তাকে ঘটনার স্থল থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।এ ঘটনায় নজরুল ইসলামের ভাই জিল্লুর রহমান বাদি হয়ে মোস্তফা মন্ডল সহ ৩ সহদরের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।