কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত নারী আসামীসহ সাতজনকে গ্রেপ্তার করে ২৬ সেপ্টেম্বর রবিবার কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে থানার এসআই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার সিদলাই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া-বেড়াখোলা সড়কের পাকা রাস্তার উপর থেকে চার কেজি গাঁজাসহ কসবা উপজেলার মোরশেদ আলমের ছেলে মোঃজুম্মান মিয়া(২৪) ও ব্রাহ্মণপাড়া উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মোঃশাহ পরান(২৫)কে আটক করে থানায় নিয়ে আসে।
এছাড়া থানা পুলিশের আরেকটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত নারী আসামীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলো-দুলালপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে মোঃ হাছান(২৫) শশীদল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী আবু বেগম(৩৬) তেঁতাভূমি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে কাউছার আহম্মেদ প্রকাশ শ্যামল (৪৬) মনগোছ গ্রামের আবু তাহেরের ছেলে জুবায়ের বিন তাহের ও রানীগাছ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ মোমেন মিয়া (৩৫)।তারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ছিল বলে পুলিশ জানায়।
রবিবার সকালে আসামীদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।