টাঙ্গাইলের নাগরপুর থেকে ৬০২ বোতল ফেনসিডিল ও ভুয়া সাংবাদিকসহ দুই জনকে আটক করেছে র্যাব-১২। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। এর আগে একই দিন বেলা ১১টার দিকে উপজেলার সহবতপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকৃকতরা হলো, যশোর জেলার বেনাপোল থানার ভবেরবেড় এলাকার বাবুল হোসেনের ছেলে সোহেল রানা (২৮) ও একই জেলার দূর্গাপুর এলাকার মৃত মমতাজ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪৪)। আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেনসিডিল অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো। তাদের কাছে থেকে ৬০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ ২ হাজার টাকা। এ ছাড়াও দুটি প্রাইভেটকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধের নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।