কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ চৌদ্দগ্রামের দশম শ্রেণির স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করায় খুলনা থেকে এক যুবককে গ্রেফতার করেছে। বখাটে ওই যুবকের নাম শেখ আল হেকমত কামরান (২৭)। সে খুলনার খানজাহান আলী উপজেলার শিরমণি উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের পুত্র। বুধবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা। ভুক্তভোগী ছাত্রীর পরিবার ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করলে, চৌদ্দগ্রাম থানা পুলিশ খুলনা থেকে বখাটে যুবক শেখ আল হেকমত কামরানকে গ্রেফতার করে।
উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই আরিফ হোসেন বলেন, “গ্রেফতারকৃত শেখ আল হেকমত কামরান চৌদ্দগ্রামের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে ফেসবুকে উত্ত্যক্ত করে আসছিল। কামরান কৌশলে ওই ছাত্রীর বাবা, স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মোবাইল নাম্বার সংগ্রহ করে ইমুর মাধ্যমে ওই ছাত্রীর বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ লেখা পাঠাত। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পিতা শেখ আল হেকমত কামরানকে প্রধান আসামী করে ৯ আগস্ট সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে বুধবার প্রযুক্তির সহায়তায় শেখ আল হেকমত কামরানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।”
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, “চৌদ্দগ্রামের এক স্কুল ছাত্রীকে ফেসবুক মেসেঞ্জারে দীর্ঘদিন ধরে উত্যক্ত করত গ্রেফতার হওয়া অভিযুক্ত যুবক শেখ আল হেকমত কামরান। সে কৌশলে ওই ছাত্রীর পিতা, স্থানীয় জনপ্রতিনিধি ও তার আত্মীয় স্বজনের ইমুতে তাদের নিকট ওই ছাত্রী সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করত। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রীর বাবা মামলা দায়ের করলে, চৌদ্দগ্রাম থানা পুলিশ খুলনা থেকে অভিযুক্ত যুবক কামরানকে গ্রেফতার করে।”