মৌলভীবাজারের কুলাউড়ায় ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত মানুষ। আবহাওয়ার পারদ নামতেই ঠান্ডাজ্বর, গলাব্যথা, মাথাব্যথায় আক্রান্তের হার বেড়েছে। এ ধরনের রোগীদের করোনা টেস্ট করালেই পজিটিভ আসছে। কিন্তু অনীহার কারণে টেস্ট করাতে যাচ্ছেন না অধিকাংশ মানুষ। উপসর্গ থাকলেও শনাক্ত না হওয়ায় কুলাউড়ায় করোনা আরো বেশি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। উদ্ভট পরিস্থিতে উপজেলা সদরসহ আশপাশের ইউনিয়ন ও গ্রামাঞ্চলে এখন ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথার মতো উপসর্গ।
এর ফলে কোনটি করোনা আর কোনটি সাধারণ শীত মৌসুমি উপসর্গ তা এখন ঠিক করে বুঝে উঠতে পারছেন না অনেকেই। পরিস্থিতি যখন জটিল হচ্ছে তখন রোগী নিয়ে অনেকেই দৌঁড়াচ্ছেন হাসপাতালে। সেখানে উপসর্গ নিয়ে ঝরছে প্রাণ। কুলাউড়া স্বাস্হ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ জাকির হোসেন দৈনিক কালজয়ী প্রতিবেদক’কে বলেন, এখন করোনার প্রকূপ ব্যাপক হারে বাড়ছে। ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির রোগী থাকলে তাদের আর অপেক্ষা করার সময় নেই। দ্রুত করোনা পরীক্ষা করা প্রয়োজন। একপ্রশ্নের জবাবে তিনি বলেন, যারা জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন তাদের পরীক্ষা করলেই করোনা পজিটিভ আসছে। যা উদ্বেগ এর বিষয়।