কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ে পবিত্র কোরআন অবমাননার অভিযোগের জেরে সহিংসতার ঘটনায় ৮টি মামলা হয়েছে।এসব মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের ৩ কাউন্সিলরসহ ১০৫৫ জনকে আসামী করা হয়েছে।এসব মামলায় সোমবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪৪ জনকে।
যে কাউন্সিলরদের আসামী করা হয়েছে তারা হলেন নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া,৬ নম্বর ওয়ার্ডের মোশাররফ হোসেন ও ৮ নম্বর ওয়ার্ডের ইকরাম হোসেন বাবু।জানা গেছে,জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত এই কাউন্সিলররা।বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাদের আসামী করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-ওয়ান মনির আহমেদ এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।তিনি বলেন,পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় কুমিল্লা কোতোয়ালী,সদর দক্ষিণ ও দাউদকান্দি থানায় ৮টি মামলা হয়েছে।এখন পর্যন্ত কোতোয়ালীতে ৪০ এবং সদর দক্ষিণে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন,আমরা গভীরভাবে তদন্ত করে দেখছি আসামীদের কারও কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না।তদন্তের স্বার্থে এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না।