কুমিল্লার নুরপুর এলাকা থেকে বিদেশি মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৪ জুলাই) দুপুরে র্যাব-১১ কুমিল্লা সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেন।গ্রেফতাররা হলেন- নগরীর নূরপুর এলাকার মো. বাবলুর স্ত্রী সীমা বেগম (৩৭) ও তার ছেলে মো. ফয়েজ আহমেদ ওরফে আকাশ (২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কুমিল্লার নুরপুর এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব। এসময় ১৯ বোতল বিয়ার, ৭৫ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, দুই বোতল বিদেশি মদসহ সীমা বেগম ও আকাশকে গ্রেফতার করা হয়।
পরে শনিবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজা ও বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেন।