1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লায় বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা মামলায় ৩আসামীর আদালতে স্বীকারোক্তি
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা মামলায় ৩আসামীর আদালতে স্বীকারোক্তি

নেকবর হোসেন :
  • প্রকাশিত: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার পড়েছে
কুমিল্লায় বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা মামলায় ৩আসামীর আদালতে স্বীকারোক্তি
কুমিল্লায় বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা মামলায় ৩আসামীর আদালতে স্বীকারোক্তি

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর গ্রামে পল্লি চিকিৎসক ও তার স্ত্রীকে হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামী।বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) রাজিব চক্রবর্তী।

তিনি জানান,মঙ্গলবার রাত ৯ টার দিকে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক হাকিম নুসরাত জাহান ঊর্মির আদালতে জবানবন্দি দেন পল্লি চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেনের পুত্রবধূ নাজমুন নাহার,তার খালাত ভাই জহিরুল ও বন্ধু মেহেদী হাসান।পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজিব চক্রবর্তী জানান,বিকেলে আসামীদের আদালতে তোলা হয়।সন্ধ্যায় শুরু হয় জিজ্ঞেসাবাদ।রাত ৯টা পর্যন্ত তারা হত্যাকাণ্ডের বর্ণনা দেন।আদালতের একটি সূত্র জানায়,জবানবন্দিতে হত্যার কারণ হিসেবে পারিবারিক কলহের কথা জানানো হয়েছে।এই হত্যায় আর কেউ জড়িত নেই বলেও জানিয়েছে আসামীরা।

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় সুবর্ণপুর গ্রামে ঘরে ঢুকে সোমবার বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।এ ঘটনায় মামলা করেন নিহতের এক স্বজন।তবে এর আগেই নাজমুনকে আটক করা হয়।তার দেয়া তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় পুলিশ অপর দুই আসামীকে গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD