1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লায় বর্ণিল আয়োজনে ঢাকা পোস্টের ১ম বর্ষপূর্তি পালিত
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বর্ণিল আয়োজনে ঢাকা পোস্টের ১ম বর্ষপূর্তি পালিত

নেকবর হোসেন:
  • প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫৯ বার পড়েছে

কুমিল্লায় বর্ণিল আয়োজনে নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ১ম বর্ষ পূর্তি পালিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়াতনে কুমিল্লা প্রেস ক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু।

অনুষ্ঠানে কুমিল্লার তিন নদী পরিষদ নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে ঢাকা পোস্টের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়। স্মারকটি গ্রহণ করেন তিননদী পরিষদের সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল। সংগঠনটি ৩৯ বছর ধরে কুমিল্লা নগর উদ্যানের জামতলায় ভাষার মাস উপলক্ষে ২১ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে।
কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিনএন বাংলার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি কুমিল্লা নিউজের সম্পাদক ইয়াসমীন রীমা, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সময় টিভির রিপোর্টার বাহার রায়হান, নিউজ বাংলার জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের কুমিল্লা জেলা প্রতিনিধি অমিত মজুমদার। পবিত্র কোরআন তেলোয়াত করেন সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, গীতাপাঠ ও মানপত্র পাঠ করেন জাগো কুমিল্লার নিউজ প্রেজেন্টার আঁখি সরকার রাই। উপস্থিত ছিলেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন, আমাদের কুমিল্লার এনকে রিপন, আজকের পত্রিকার দোলোয়ার হোসেন আকাইদ, ইন্ডিপেনডেন্ট টিভির তানভীর দিপু, আজকের জীবনের নেকবর হোসেন, কালের কণ্ঠের আব্দুর রহমান, দৈনিক সকালের সময়ের আমেনা বেগম শিউলী, আমাদের কুমিল্লার জহিরুল হক বাবু, এসএ টিভির আনোয়ার হোসাইন, যুগান্তরের সৌরভ মাহমুদ হারুন, গ্রেটার কুমিল্লার সম্পাদক এমদাদুল হক সোহাগ, জাগো নিউজের জাহিদ পাটোয়ারি,

পথিকৃত কুমিল্লার প্রধান সম্পাদক মো: সুমন কবির ভুঁইয়া, কুমিল্লার বার্তার সম্পাদক শামছুল আলম রাজন, ডাক প্রতিদিনের নুরুল ইসলাম, স্বদেশ প্রতিদিনের রফিকুল ইসলাম, বাংলা নিউজের তৈয়বুর রহমান সোহেল, ম্যাক নিউজের রাকিবুল ইসলাম রানা, আলোকিত প্রতিদিনের এম কে নূর আলম, দেশ রূপান্তরের মনোয়ার হোসেন, ভোরের কলমের মো: সোহাগ মিয়াজী, সাপ্তাহিক আমোদের মোহাম্মদ শরীফ, সিটিভি নিউজের ওমর শারিদ বিধান, কুমিল্লা টুয়েন্টিফোরের টিভির তারেক ইবনে আজীজ, আমাদের কুমিল্লার তৌহিদ খন্দকার তপু, বাংলাদেশ টাইমস’র মিনহাজ চৌধুরী, কুমিল্লার কাগজের জহিরুল ইসলাম মাহির ও সজিব, সাপ্তাহিক আমোদের মো. ইলিয়াছ, হোসাইন, সিটিভি নিউজের ওমর কাইয়ুম পলাশ, গ্রেট কুমিল্লার দিদারুল ইসলাম তুহিন, ভোরের কলামের হাবিবুর রহমান মুন্না, বাংলার আলোড়নের কাজী এহসান আহম্মেদ, কুমিল্লার আলোর শাহনাজ বেগম, অননিউজের অধ্যাপক ফজলুল হক জয়, গোমতী টাইমসের মুজিবুর রহমান, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, জায়ান্ট মার্কেটার্সের ফাউন্ডার মো: মাসুম বিল্লাহ ভূঁইয়া, জাগো কুমিল্লার ক্যামেরা পার্সন ফাহাদ জামিল সহ কুমিল্লায় কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা পোস্ট মাত্র এক বছর সময়ে সারাদেশে আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও চমৎকার বিষয়গুলো উপস্থানের মাধ্যমে তারা পাঠকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। ভালো সাংবাদিকতার মাধ্যমে ঢাকা পোস্ট আরও বহুদূর এগিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন বক্তারা। আলোচনা সভা শেষে আগত অতিথিরা কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD