কুমিল্লার কোতোয়ালীতে ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব। নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৫ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালীর আলেখারচর বিশ্বরোডে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
ওই অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার পারাগাঁও গ্রামের মোঃ নবী হোসেন এর ছেলে মোঃ মহিউদ্দিন ভূইয়া(৩৩) এবং একই থানার মাসুমাবাদ মিঠাব গ্রামের মোঃ নেজামুল হক এর ছেলে মোঃ নূরুল ইসলাম(১৯)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। ওই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে জানান তারা।