কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গতকাল ২৫ নভেম্বর দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা ফ্লাইওভার সংলগ্ন সাতরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো নড়াইল জেলার কালিয়া থানার ছোট কালিয়া গ্রামের মোঃ আলীর মেয়ে মোসাঃ বৃষ্টি আক্তার (২০) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুজিদিয়া নামাপাড়া গ্রামের সোহরাব হোসেন এর মেয়ে রিয়া মনি (১৯)।
অপরটি কোতয়ালী মডেল থানার ভুটুয়া পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো নীলফামারী জেলার সদর থানার জরিজুমা গ্রামের মৃত খেতু মিয়ার ছেলে মোঃ মইনুল(২৮)।
আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ২৫ নভেম্বর বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সুবর্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২১.৫কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার নালনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া(২৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ওই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্টথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।