কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের ঘটনায় দুটি আগ্নেয়াস্ত্রগুলিসহ একজনকে গ্রেপ্তার করেন পুলিশ।মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করা হয়। এ সময় আসামির কাছে থাকা ১টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভালবার, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। আটক আসামি শাখাওয়াত হোসেন জুয়েল। তার বাড়ী কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার গান্দাচি গ্রামের মজুমদারবাড়ী।বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এম তানভীর আহমেদ। তিনি জানান, কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ আলম ঘটনার পরদিন ২৩ নভেম্বর নাঙ্গলকোট গান্দাচি গ্রামে শাখাওয়াত হোসেন জুয়েলের বাড়ীতে রাত যাপন করে। এ সময় শাহ আলম অস্ত্রগুলো জুয়েলের কাছে রেখে যায়।