কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০দশমিক ২%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ৩০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৪ফেব্রুয়ারি বিকেল থেকে ৫ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪২হাজার ১৭০জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৩৭জন, লাকসাম ৩ জন, বুড়িচং ৫ জন,সদর দক্ষিণ ১জন,আর্দশ সদর ১ জন,তিতাস ৩ জন,,চান্দিনা ১জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬৬জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ৪৫জন, বুড়িচং ২২ জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ৭৯৮জন হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।