পঞ্চম ধাপে কুমিল্লার চান্দিনা, লালমাই ও লাঙ্গলকোট উপজেলার ২১টি ইউনিয়নের ১৩টিতেই ক্ষমতাসীন নৌকা প্রতীকের পরাজয় ঘটেছে। ভোটের ফলে দেখা গেছে, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের চেয়ে নৌকার বিদ্রোহী প্রার্থীরাই জয় পেয়েছে বেশি।
৮টি ইউনিয়নে নৌকার জয়ের বিপরীতে ১০টিতে জয় পেয়েছে নৌকার বিদ্রোহী প্রার্থীরা। আর বাকি ৩টিতে জিতেছে স্বতন্ত্র ও জামায়াত সমর্থিত প্রার্থী। চান্দিনার উপজেলার ১২টি ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে ৩টিতে নৌকার প্রার্থীরা জিতলেও পাঁচটিতে জয় পেয়েছে নৌকার বিদ্রোহী প্রার্থীরা।
চান্দিনার উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব জানান, চান্দিনার সুহিলপুরে নৌকার বিদ্রোহী আবু বকর সিদ্দিক, বাতাঘাসিতে স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান, জোয়াগে নৌকার আবদুল আউয়াল, বরকরইতে নৌকার সাইফুল ইসলাম শিপন, মাধাইয়ায় নৌকার মুজিবুর রহমান, দোল্লাই নবাবপুরে জামায়াত সমর্থিত মো. শাহজাহান মিয়া জয় পেয়েছেন।
এছাড়া, গল্লাইতে ফজলুল হক, কেরণখালে সুমন ভুইয়া, মাইজখারে সেলিম প্রধান, এতবারপুরে মো. ইউসুফ, বারেরায় আহসান হাবিব ভুইয়া জয় পেয়ছেন। তারা সবাই নৌকার বিদ্রোহী প্রার্থী। আর বরকইটে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী নুরে আলম। নাঙ্গলকোট উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এ উপজেলার মৌকরা নৌকার সাইফ উদ্দিন আলমগীর, হেসাখালে নৌকার ইকবাল বাহার মজুমদার, ঢালুয়ায় নৌকার নাজমুল হাছান ভুইয়া বাছির ও সাতবাড়িয়ায় নৌকার শেখ কবির মজুমদার টুটুল।
বিদ্রোহী যেসব প্রার্থীরা জয় পেয়েছেন তারা হলেন বাঙ্গড্ডায় সাইফুল ইসলাম, পেরিয়ায় এম এ হামিদ, মক্রবপুরে গোলাম মর্তুজা চৌধুরী মুকুল, বক্সগঞ্জে আবদুর রশিদ ভুইয়া লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা জানান, লালমাই উপজেলার ভূলইন উত্তরে নৌকার মুজিবুর রহমান জয় লাভ করেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভূলইন দক্ষিণ, বেলঘর উত্তর, বেলঘর দক্ষিণ ও পেরুল দক্ষিণে নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দুলাল তালুকদার বলেন,ফলাফল ঘোষণার সময় বিজয়ী ও বিজিত প্রার্থীরা উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফল সবাই মেনে নিয়েছেন। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন,কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: ফারুক আহমেদ জানান, নির্বাচন পরবর্তী পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সে বিষয়ে সতর্ক রয়েছে জেলা পুলিশ।