1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লার মুরাদনগরে নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারি গাছ কেটে নিলো ইউপি সদস্য
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লার মুরাদনগরে নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারি গাছ কেটে নিলো ইউপি সদস্য

দেলোয়ার হোসেন :
  • প্রকাশিত: সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩০৩ বার পড়েছে

কুমিল্লার মুরাদনগরে দরপত্র ছাড়াই সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি সদস্য অহিদুল ইসলামের বিরুদ্ধে।সরকারের কোনো নিয়মনীতি না মেনে তিনি ইউনিয়ন পরিষদের রাস্তার গাছ কেটেছেন বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম।অভিযুক্ত অহিদুল ইসলাম উপজেলার ধামঘর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য।

রবিবার (১১ জুলাই) বিকেল পর্যন্ত গত তিন দিনে উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া-পরমতলা সড়কের উপরে থাকা প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২০টি মেহগনি গাছ কাটার ঘটনা ঘটে।জানা গেছে,উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা উত্তর পাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে প্রবাসী কবির মিয়া আড়ালিয়া-পরমতলা সড়কের পশ্চিম পাশে একটি জমি ক্রয় করে।

গত বুধবার (৭ জুলাই) প্রবাসী কবির মিয়া ওই জমির পূর্বপাশে সড়কের উপরে থাকা প্রায় ২০ বছরের পুরনো ৩১টি মেহগনি গাছ বিক্রয় করার জন্য ইউপি সদস্য অহিদুল ইসলামের পরামর্শ চান।এসময় ইউপি সদস্য অহিদুল ইসলাম প্রবাসী কবির মিয়াকে আইনের ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নাম মাত্র ১৩ হাজার টাকা দিয়ে ৩১টি গাছ ক্রয় করেন।

পরে ৭০ হাজার টাকায় ভূবনঘর গ্রামের কাঠ ব্যবসায়ী আবুলের কাছে গাছ গুলো বিক্রয় করেন ইউপি সদস্য অহিদ।সেই সুবাদে গত শুক্রবার থেকে শুরু করে রবিবার বিকেল পর্যন্ত ২০টি গাছ কাটে নিয়ে যায় ওই কাঠ ব্যবসায়ী।গাছকাটা শ্রমিক জসিম মিয়া বলেন,আমরা কিছু জানি না।জমির মালিক কবির মিয়ার নির্দেশে আমরা সরকারি গাছগুলো কাটছি।

এ বিষয়ে কথা বলতে জমির মালিক কবিরের বাড়ীতে গেলে তাকে পাওয়া যায় নি।তার স্ত্রী ও মা জানান,কবির প্রবাস থেকে এসেছে অল্প কিছুদিন।ক্রয়কৃত ওই জমির পাশে থাকা সরকারি গাছগুলো ইউপি সদস্য অহিদুল ইসলাম আইনের দোহাই দিয়ে অল্প দামে ক্রয় করেছে।এখন জানাজানি হওয়াতে সে বলছে তার নাম না বলার জন্য।

আমরা সাধারণ মানুষ উনি আইনের লোক সরকারি গাছ কাটা যাবেনা বললে তো আর আমরা গাছগুলো বিক্রয় করতাম না।অভিযুক্ত ইউপি সদস্য অহিদুল ইসলাম মুঠোফোনে সরকারি গাছ বিক্রয়ের কথা অস্বীকার করে বলেন,শুনেছি জমির মালিক কবির এসব গাছ বিক্রয় করেছে।আমি এসব ব্যাপারে কিছুই জানিনা।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন,সরকারি গাছ কাটার বিষয়ে খবর পেয়ে সেখানে ইউপি চেয়ারম্যান আবুল হাসেমকে পাঠিয়ে তা বন্ধ করা হয়েছে।গাছ কাটার বিষয়টি সরেজমিনে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD