কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চলিত মৌসুমে আবাদকৃত আউশ ধানের নমুনা শস্য কর্তণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসার দপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা মাধবপুর ইউনিয়নের মিরপুর ব্লকে ব্রি ধান-৮৫ এবং উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল ব্লকে ব্রি ধান-৪৮ জাতের নমুনা শস্য কর্তণ করা হয়।
নমুনা শস্য কর্তণকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, উপজেলার ধান্যদৌল ও মিরপুর ব্লকে আউশ মৌসুমে আবাদকৃত ব্রি ধান-৪৮ ও ব্রি ধান-৮৫ আবাদকৃত জমি থেকে নমনা শস্য কর্তণ ও সংরক্ষণ করা হয়েছে। কর্তনকৃত নমুনা শস্য স্ক্যালের মাধ্যমে ওজন করে তার পরিমান নির্ধারণ করা হয়েছে।
এতে দেখা গেছে, আউশ মৌসুমে এই উপজেলায় ব্রি ধান-৮৫ প্রতি হেক্টরে ৫.২ টন এবং ব্রি ধান-৪৮ প্রতি হেক্টরে ৪.৮ টন উৎপদন হয়েছে।এ সময়, উপ সহকারী কৃষি কর্মকর্তা আলী আকবর, আবদুল মান্নান, আবুল হোসেন সহ স্থানীয় কৃষক কৃষানীগণ উপস্থিত ছিলেন।