কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্রগ্রাম রেল সড়কের পাশ থেকে অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশ।আনুমানিক বয়স ৫০ বছর।মঙ্গলবার (১৮ আগষ্ট ২০২১) সকাল ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়।পরে মৃতদেহ কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর এলাকার উত্তর অংশে ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।বুড়িচং থানার ওসি আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই বিনোদ দস্তগীর ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
পরে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন তথ্যটি নিশ্চিত করে জানান,লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাত ভাঙা। লাশের শরীরে শুধু লুঙ্গী ছিলো অন্য কোনো কাপড় ছিলো না।
এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।তবে পাওয়ার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।