মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নির্দেশনায় এবং বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন ও ওসি (তদন্ত) মাকসুদ আলমের বাস্তবায়নে থানার এসআই মোঃ শরীফূর রহমান, এসআই বিনোদ দস্তিদার,এএসআই ওয়াহিদ ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ সাড়ে ৪০ কেজি গাঁজা ৮ জন মাদক কারবারিকে গতকাল ২১ ও ২০ সেপ্টেম্বর ভিন্ন ভিন্ন সময়ে আটক করা হয়েছে।
বুড়িচং থানার এসআই বিনোদ দস্তীদার সঙ্গীয় ফোর্স নিয়ে রাজাপুর ইউনিয়নের শংকুচাইল সাকিনস্থ রেল লাইনের পশ্চিমাংশে বিল্লালের বাড়ির সামনে অভিযান চালায়।এসময় ধৃত আসামী মোঃ মিজানুর রহমান ওরফে মিজান (৩২) মোঃ কামরুল হাসান ওরফে নাসিম (২৬) সর্বসাং জামতলা,কসবার জেঠুয়ামুড়ার আবদুল হামিদ মিয়ার ছেলে সবুজ (৩৮),পূর্ণমতি গ্রামের জজু মিয়ার ছেলে ওসমান আহমেদ (৩২) ও বুড়িচং উপজেলার ঘিলাতলা আদর্শ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ আলীম (২৪) এর হেফাজতে থাকা ২৬ কেজি গাঁজাসহ ২০ সেপ্টেম্বর সাড়ে ৭ টায় তাদেরকে আটক করা হয়।
এবং ওই দিন বেলা সাড়ে ৩ টায় এসআই শরীফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বুড়িচং পূর্বপাড়া সাকিনের রবের চা দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবারীকে আটক করা হয়।আটককৃতরা হলো-উপজেলার রাজাপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ মাহফুজ (১৫) ও ফরিদ মিয়ার ছেলে রফিকুল ইসলাম রনি (২২) ও একই উপজেলা আজ্ঞাপুর গ্রামের আবদুর রহিমের ছেলে মোঃ রবিউল ইসলাম (২২)।
এছাড়া,গতকাল ২১ সেপ্টেম্বর ভোর ৫ ঘটিকার সময় থানার এসআই বিনোদ দস্তিদার সঙ্গীয় ফোর্স নিয়ে বুড়িচং সদর ইউনিয়নের জগতপুর গফুর ডাক্তারের বাড়ির সামনেমিজানের দোকানে সম্মুখে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা সহ পুরাতন বাজাজ মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃত সকল মাদক কারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।