আসন্ন কুমিল্লার বরুড়া উপজেলায়র ইউনিয়ন পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্টিত হবে।তারই ধারাবাহিতায় চলছে নির্বাচনের প্রস্তুতি।কুমিল্লার বরুড়া উপজেলার ইউনিয়নের নির্বাচনও তৃতীয় ধাপে অনুষ্টিত হবে।তার আগে চলছে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন।কে হবে নৌকা প্রতীকের প্রার্থী এ নিয়ে চলছে নানা গুঞ্জন।
গত ২৫ অক্টোবর সন্ধ্যায় আওয়ামীলীগের ডানমন্ডি দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নৌকার প্রার্থীর মনোয়নের বিষয়ে মিটিং।ঐ দিন বেশি রাত হয়ে যাওয়ায় নৌকার প্রার্থীদের নাম ঘোষনা করা হয় নি।পরদিন ২৬ অক্টোবর দুপুরে একে একে চট্রগ্রাম বিভাগের আওয়ামীলীগের নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।এ সময় বরুড়ার ৯ ইউনিয়নের নৌকার মাঝির নামও ঘোষনা করা হয়।
খোশবাস( উত্তর) ইউনিয়ন থেকে নাজমুল হাসান সরদার,আগানগর ইউনিয়ন থেকে ওমর ফারুক ভূইয়া,ভবানীপুর ইউনিয়ন থেকে খলিলুর রহমান,চিতড্ডা ইউনিয়ন থেকে মোঃ জাকারিয়া,ঝলম ইউনিয়ন থেকে এনাম,আড্ডা ইউনিয়ন থেকে বাদল,আদ্রা ইউনিয়ন থেকে করিম,লক্ষীপুর ইউনিয়ন থেকে আবুল হাসেম ও পয়ালগাছা ইউনিয়ন থেকে মহিন উদ্দিন।ঘোষনা আসার পরপরই এলাকায় উৎসবের আমেজ শুরু হয়।